আমি রাত্রি দেখতে চাই আধাঁরের নিস্তব্ধতায়
মেঘবরণ ঘন কালো চুলে
জোনাকের মিটিমিটি আলো জ্বলবে সেথায়
আঁধার ঘরের গল্প ভুলে।
সাঁতরে বেড়ায় চন্দ্রকলা নীল সাগরের জলে
আলোর জোয়ার ভাটা তুলে
মেঘমালায় লুকোচুরি খেলে চঞ্চল চন্দ্রাবতী চাঁদ
অল্প অল্প অবগুণ্ঠন খুলে।
গগন ভরে তারারা জ্বলে আপন ঘরের কোণে
কনকচাঁপা ফুটলো আঙ্গন জুড়ে
রাত্রি শুয়ে আলোর কোলে নুইয়ে মাথা নির্বিকারে
জোছনার চাদর গায়ে মুড়ে।
নিদ্রাহীন আমি জেগে ভাবনার সাগরে মন রেখে
বাতাস তখন সনসনিয়ে আসে
টুপটি করে বকুল ঝরে আঁধারে ঐ মাটির পরে
তারারা সব লুটোপুটি হাসে।
চুপিচুপি বলবে কথা আকাশের ঐ চাঁদের সাথে
নির্জনতায় প্রেমিক কালো রাত
চাঁদ সোহাগী রাত্রি আমার চাঁদের মোহে মাতন তার
প্রেমের ভাষায় করলো বাজিমাত।
সুপ্ত প্রেম উঠলো জেগে বেদনার পাহাড় ডিঙ্গে
হৃদয়বীণায় বাজলো মধুর তান
সুরের ধারায় মূর্ছা গেলাম এমন রাতের স্বমহিমায়
ভাঙ্গলো আমার সকল অভিমান।।