এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ ফেব্রুয়ারী : পশ্চিমবঙ্গের জেলেবন্দি একের পর এক মহিলা গর্ভবতী হচ্ছে এবং এযাবৎ জন্ম হয়েছে ১৯৬ শিশুর । কলকাতা হাইকোর্টে এমনই একটি পিটিশন দাখিল করা হয়েছে । কলকাতা হাইকোর্টের ‘অ্যামিকাস কিউরি’র (বিচারপতির বন্ধু) পক্ষ থেকে এই পিটিশন দাখিল করা হয়েছে বলে জানা গেছে ৷ প্রধান বিচারপতি টিএস শিবগ্নানাম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ এই আবেদনের শুনানি করেন। আবেদনে বলা হয়েছে, কারাগারে থাকা অবস্থায় একের পর এক মহিলা বন্দিরা গর্ভবতী হয়ে পড়ছে । ইতিমধ্যে বিভিন্ন কারাগারে ১৯৬ শিশুকে দেখাশোনা করা হচ্ছে। নারী কারাগারে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে ওই পিটিশনে ।
জানা গেছে,‘অ্যামিকাস কিউরি’ রাজ্যের ‘ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন’ (আইজি – কারাগার) এর সাথে একটি কারাগারও পরিদর্শন করতে দিয়ে নজরে পড়ে এক নারী বন্দী গর্ভবতী অবস্থায় রয়েছেন । এছাড়াও আরও ১৫ টি শিশু তাদের মায়ের সাথে কারাগারে বসবাস করতে দেখেন তিনি । বিষয়টি ‘গুরুতর’ বলে অবিহিত করেছে খোদ কলকাতা হাইকোর্ট এবং বিষয়টি আদালতের নজরে আনায় পিটিশনকারীর প্রশংসাও করেন বিচারক ৷
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ফৌজদারি মামলার শুনানিকারী ডিভিশন বেঞ্চের সামনে মামলাটি রাখার নির্দেশও দিয়েছে । আগামী সোমবার (১২ জানুয়ারি, ২০২৪) এই মামলার শুনানি হবে । রাজ্যের পাবলিক প্রসিকিউটরকেও ওই সময় উপস্থিতি নথিভুক্ত করতে বলা হয়েছে বলে জানা গেছে ।।