এইদিন ওয়েবডেস্ক,ইয়েমেন,০৮ ফেব্রুয়ারী : ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের একটি আদালত সমকামিতার অভিযোগে ১৩ জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে, একই ধরনের অভিযোগে আরও ৩৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ফরাসি ওয়্যার সার্ভিস এএফপির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হুথি- নিয়ন্ত্রিত একটি প্রদেশ ইব্বি-তে এই রায় দেওয়া হয়েছে । গত বছরের ৭ দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নাশকতার পর ইসরায়েল পালটা অভিযান শুরু করলে ইয়েমেনেরএই জিহাদি গোষ্ঠীটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলিতে আক্রমণ শুরু করে ।
ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের সালের প্রতিবেদন অনুসারে, সব চেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড দেওয়ার ইতিহাস রয়েছে হুথিদের । ২০১৪ সাল থেকে এই গোষ্ঠীর দ্বারা এযাবৎ ৩৫০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে তারা । যার মধ্যে শুধুমাত্র গত জানুয়ারী মাসে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় ।
২০২৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে হুথিরা ১৩ বছরের কম বয়সী বহু শিশুদের আটক করছে,যাদের মধ্যে কেউ কেউ “তাদের কথিত সমকামী অভিমুখতার জন্য ‘অশালীন কাজের’ অভিযোগে অভিযুক্ত ।
ইয়েমেনের হুথি গোষ্ঠীটি শিয়া ইসলামের একটি উগ্র ভাবধারায় বিশ্বাসী । প্রায়শই এদের শ্লোগান দিতে শোনা যায়,”আল্লাহ মহান, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু, ইহুদিদের উপর অভিশাপ নেমে আসুক এবং ইসলামের বিজয় হোক” প্রভৃতি ।।