স্বপ্ন সাজায় নীলাকাশ, পরীর দেশে ফিরতি ঋতুরাজ…
কুন্দ মালায় বসন্ত বৈরী..! কে পাঠায় গো চিঠি?
মনমেঘে আজ জ্যোৎস্নার আড়ি..!
বানভাসি মন, ঝিরি ঝিরি শিহরণ
দৃষ্টি হারা আবেগ সুখ খুঁজে নেয় ঘাস ফড়িং
গায়ে মেখে ভোরের রোদ…!!
— সিক্ত পলাশ মহুল ফুল চেয়ে আছে সর্ষে ফুল , পাহাড়ী ঝরা সৌন্দর্যে ঝর্ণারাশি,
আঙিনা লুটায় রুপোলি রোদ সরস্বতী শাড়ী।
মুঠো ভরা শিউলি ফুল, ওই যে তোমার খুলে রাখা কানের দুল…
জীবন উজিয়ে চলে উল্টো স্রোত;
বসন্ত হাসে কুসুম পরশে আঁধার ভেদে আলো… সারা গায়ে স্মৃতির ধুলো।
পাতা ঝরার শেষে বসন্ত আসি আসি…
কৃষ্ণচুড়ায় বাজায় কোকিল বাঁশি।
কুহুতানে প্রেমের অদৃশ্য হাত,
মাখছে আবীর সোনালী প্রভাত।
— ভ্রমরের গুনগুন জাগরে নবারুণ..
জাগ রে প্রেম জাগ
রঙিন ফুলের পরাগ মেকে অলিরা করে ভাগ..
প্রেমের মত্ততায় উড়িয়ে আঁচল ফাগুন মাতে আলতো পরশ ..ধিকি ধিকি জ্বলে সবুজ সুখ।
–নূপুরের নিক্কনে রামধনু সাত রঙা..
ভালোবাসা নাভিশ্বাস..প্রণয়ের ধুম।
সে ভুলে মুক্তির নেই পথ…!
শাল মহুয়ার কোল, আমের মুকুল , মিষ্টি সুবাস জাগছে শিহরণ..সুখ স্রোতে ভাসে হৃদয় মন।
বসন্ত যৌবন নিমন্ত্রণের আমোঘ আকর্ষণ বাতাস তরঙ্গে মদিরা নেশা,
সহস্র শপথ, তবুও পলে পলে ভাঙে ভালোবাসা।।