এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৭ ফেব্রুয়ারী : দোকানে ঝালাইয়ের কাজ করার সময় গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আহত হলেন এক ব্যবসায়ী । আজ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে । জখম ব্যবসায়ী গণেশ রায়কে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয় । তবে তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।
গুসকরা শহরের স্কুলমোড়ের কাছে ঝালাই করার দোকান রয়েছে গণেশ রায়ের । কাঠের পাটা দিয়ে ঘেরা ও করগেটের ছাউনি দেওয়া ওই দোকানঘরে আজ বিকেল ৫ টা নাগাদ ঝালাইয়ের কাজ করছিলেন গোপালবাবু । তার ঠিক পাশেই ছিল কার্বাইড গ্যাসের সিলিন্ডারটি । আচমকা বিকট শব্দে ওই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে সিলিন্ডারের ধাতব টুকরোগুলি করগেটের ছাউনির একাংশকে উড়িয়ে দিয়ে বহুদুরে গিয়ে পড়ে । তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান দোকানমালিক । পরে খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ এসে গুসকরা পিপি ইন্সটিটিউশনের মাঠ থেকে সিলিন্ডারের টুকরো গুলি উদ্ধার করে আনে । পুলিশ আপাতত দোকানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ৷।