এইদিন ওয়েবডেস্ক,০৭ ফেব্রুয়ারী : ইতিমধ্যেই তিন তিনটে প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব । ফের একবার টলিউডের ‘খোকাবাবু’কে নিয়ে শুরু হয়েছে জল্পনা । আর এই জল্পনার নেপথ্যে রয়েছে দেবের ইনস্টাগ্রামে হ্যান্ডেলের একটা পোস্ট । ওই পোস্টে টালিগঞ্জের নায়ক লিখেছেন, ‘ফিউ মোর আওয়ার্স’ । তাহলে আর কয়েক ঘন্টার মধ্যেই দেব কি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন ? এনিয়েই এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে ।
বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে । আর অধিবেশনে যোগ দিতে দিল্লিতে রয়েছেন দেব । সেখান থেকেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব । এদিকে ঘাটালের সাংসদের বিরুদ্ধে ‘কাজের জন্য ৩০ শতাংশ কমিশন’ চাওয়ার অভিযোগ তুলেছে এক ব্যক্তি । ওই ব্যক্তির সাথে অন্য একজনের মধ্যে ফোনে কথপোকথনের অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও বিষয়টি নিয়ে ‘দিদিই উত্তর দেবেন’ বলে এড়িয়ে গেছেন দেব ।
অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে বলেছেন, আমার কাছে যেটা খবর আছে এমপি সিট থেকে ওর(দেব) পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা ।’ পাশাপাশি দেবের বিরুদ্ধে কমিশন নেওয়ার যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন,’ওটা ওই বলতে পারবে, আমি কিছু বলবো না ৷ তবে এনামুলের টাকাতে যে দেব ভোটে জিতেছে এটা তো প্রমাণিত সত্য । নিজাম প্যালেস একবার গেছে, ইডির অফিসে একবার লুকিয়ে গেছে, যেটা আপনারা জানতে পারেননি । পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমাও করেছে । তাই ইডি চাইলে তো ডাকতেই পারে ।’।