এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ ফেব্রুয়ারী : অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর ছেলের দুর্নীতি নিয়ে ভিডিও তৈরি করায় ইউটিউবার রচিত কৌশিককে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ । জানা গেছে,ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার অভিযোগে রচিত কৌশিককে গ্রেফতার করা হয়েছে । রচিতকে গ্রেফতার করতে লুধিয়ানায় দায়ের করা একটি এফআইআর ব্যবহার করা হয়েছে। এই এফআইআর-এ পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা খ্রিস্টান মহিলা আলিশা সুলতান টুইটার অ্যাকাউন্ট নো কনভার্সন (@নোকনভার্সন)-এর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেছেন । তবে খ্রিস্টান মহিলার অভিযোগে কোথাও রচিত কৌশিক বা তার ‘সব লোকতন্ত্র’ চ্যানেলের কথা উল্লেখ নেই বলে খবর ।
রচিতের ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ, ১৫৩এ, ১৫৩, এবং ৫০৪ ধারাসহ আইটি আইনের ৬৭ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। যে অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই অ্যাকাউন্টটি রচিত কৌশিকের একটি ভিডিও টুইট করেছিল। সেই ভিডিওতে তিনি কেজরিওয়ালের ছেলে পুলকিতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর বাংলোতে বাজারের দামের চেয়ে অনেক বেশি দামে জিমের সরঞ্জাম ভাড়া দিয়েছিলেন । আর এই কারনেই রচিতের উপর আম আদমি পার্টি চরম ক্ষিপ্ত হয় । ফলশ্রুতিতে গ্রেফতার হতে হয় রচিতকে !
জানা গেছে,দিল্লির শাহদারার বাসিন্দা রচিত কৌশিক তার ভাগ্নীর বিয়েতে যোগ দিতে উত্তর প্রদেশের মুজাফফরনগরে গিয়েছিলেন। সেখান থেকেই পাঞ্জাব পুলিশ অপহরণের মত কৌশলে রচিত কৌশিককে তুলে নিয়ে যায় । ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, রচিতের মা জানিয়েছেন যে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রচিত কৌশিক তার ভাগ্নিকে বিউটি পার্লার থেকে মুজাফফরনগরের বিয়ের স্থানে নিয়ে যাচ্ছিলেন। তখনই হঠাৎ তার গাড়ির সামনে একটি সাদা স্করপিও এসে দাঁড়িয়ে যায় । কৌশিক গাড়ি থামালে স্করপিও থেকে নেমে আসা একজন শিখ তাকে গাড়ি থেকে টেনে বের করে স্করপিও গাড়িতে তুলে নেয় । তার সাথে থাকা লোকজন কিছু বোঝার আগেই গাড়িটি প্রবল গতিতে উধাও হয়ে যায় ।
জানা গেছে,কৌশিকের পরিবারের সদস্যরা উত্তরপ্রদেশ পুলিশকে বিষয়টি জানালে জানা যায় যে স্থানীয় পুলিশ স্টেশনে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। পাঞ্জাব পুলিশ ইউপি পুলিশকে এফআইআর পাঠিয়েছে যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এফআইআর সম্পর্কে রচিতের পরিবারকে কিছু জানানো হয়নি । আদমি পার্টির(এএপি) নেতাদের দুর্নীতি নিয়ে ভিডিও করায় প্রতিশোধ নিতেই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে রচিতের পরিবারের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে রচিতের পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা । তারা সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ হ্যাশট্যাগ সেভ রচিত কৌশিক ট্রেন্ড চালাচ্ছেন ।।