দিয়েছিলে একটি লাল গোলাপ আমার
হাতে
তখনও বুঝিনি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হবে হৃদয়।
গোলাপের রঙে, রূপে গন্ধে মন হয়েছিল উতলা
গোলাপের কোমলতা স্পর্শ করেছিল হৃদয়কে।
মনের কোনে বসন্তের আকুল হাতছানি অনুভূত হয়েছিল
ভালোলাগার জলতরঙ্গের টুংটাং বেজে ওঠেছিল চারিদিকে।
এক অপূর্ব সুরের মূর্ছনায় আবৃত হয়েছিল হৃদয়
সব কিছুই তুচ্ছ মনে হয়েছিল ভালোবাসার অভিপ্রায়ে।
কল্পনার ভেলায় ভেসে আকাশ ছুঁতে চেয়েছিলাম
পৌঁছে গিয়েছিলাম সব পেয়েছির দেশে।
রামধনুর সব রঙ দিয়ে হয়েছিল জলছবি আঁকা
ভালোবাসার জোয়ারে ভেসেছিল আবেগী মন।
গোলাপটিকে রেখেছিলাম সযত্নে ফুলদানিতে
কিছুদিন পরে ডাইরির পাতার ভাঁজে তার স্থান হয়েছিল।
শুকনো হলেও তবুও তার অস্তিত্ব হৃদয়ে দোলা দিত
সেই ক্ষণের স্মৃতি মনে শিহরণ জাগাতো প্রতিক্ষণে।
গোলাপের সৌরভে একটি হৃদয় হয়েছিল উদ্বেলিত
তবুও দুটি হৃদয়ে বাঁধতে পারেনি একটি গোলাপ।।