এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,০৭ ফেব্রুয়ারী : গুজরাটের আহমেদাবাদ জেলার ভিরামগামের মন্ডল আন্ধাপাকান্ডায় চোখের ছানি অপারেশন করাতে গিয়ে আরও ২ জন রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন । এনিয়ে দৃষ্টিশক্তি হারানো রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ জনে । বর্তমানে ১০ জন রোগী আমেদাবাদের আসারওয়া সরকারি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । চিকিৎসাধীন রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে । এরই মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট হাসপাতালের ট্রাস্টি ও চিকিৎসকসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, আহমেদাবাদ জেলার ভিরামগামের মন্ডল আন্ধাপাকান্ডায় রামানন্দ হাসপাতালে চোখের ছানি অপারেশন করাতে গিয়েছিলেন ২১ জন রোগী । কিন্তু অপারেশনের পর সংক্রমণের কারণে একের পর এক রোগীর চোখের দৃষ্টিশক্তি হারাতে শুরু করে । এদিকে রামানন্দ হাসপাতালে, ছানি অস্ত্রোপচার রোগীদের অন্ধ হয়ে যাওয়ার পরে হৈচৈ পড়ে যায় রাজ্য জুড়ে । সরকার এই বিষয়ে একটি কমিটি গঠন করেছিল ৷ সেই কমিটির তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছে । এরপর এই ঘটনায় একজন চিকিৎসক ও ট্রাস্টির সদস্যসহ মোট ১১ জনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা রজু করা হয়েছে ।।