এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,০৭ ফেব্রুয়ারী : সিরিয়ার সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল । সিরিয়ার হোমস প্রদেশে সেদেশের কয়েকটি সেনা ঘাঁটি এবং একটি বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছে বলে খবর । সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের কয়েকটি ভূপাতিত করেছে। তবে সিরিয়ার একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এসব হামলার ফলে বেশ কয়েকজন সেনাকর্মী নিহত ও আহত হয়েছে । যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র হামলায় হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে কিছু বলেনি । সিরিয়ার সেনাবাহিনীর একটি গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে যে এই হামলায় হোমসের উপকণ্ঠে “আল-শায়রাত” বিমানঘাঁটি এবং আরও কয়েকটি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এ দেশের সেনাবাহিনীও সিরিয়ায় ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলির ঘাঁটিগুলিতে হামলা বাড়িয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস সম্পর্কিত ঠিকানায় হামলা চালিয়েছিল । ২০১১
সালে শুরু হওয়া গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে তেহরান সমর্থন করার পর এই হামলা বেড়েছে । হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠনগুলি এখন সিরিয়ার পূর্ব, দক্ষিণ, উত্তর-পশ্চিম এবং সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের আশেপাশের বিশাল এলাকায় আধিপত্য বিস্তার করছে ।।