এইদিন ওয়েবডেস্ক,ত্রিপুরা,০৬ ফেব্রুয়ারী : ত্রিপুরায় অনুপ্রবেশের সময় ২৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৫ ফেব্রুয়ারী ২০২৪) দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশের চট্টগ্রামের ফেনি জেলার
ছাগলনাইয়া উপজেলার ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ওই দলটি ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে । অনুমান করা হচ্ছে যে ওই সমস্ত বাংলাদেশি নাগরিকরা গরু পাচার বা চোরাকারবারির সাথে যুক্ত । যদিও বাংলাদেশের মিডিয়া দাবি করেছে যে ওই ২৩ জনকে সীমান্ত থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ।
কিন্তু অত রাতে তারা সীমান্তে কি করছিল এনিয়ে প্রশ্ন উঠছে । এই বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সাফাই, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাটা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিলেন শতাধিক শ্রমিক। সেই সময় বিএসএফ তাদের ধাওয়া করে। অনেকে পালিয়ে আসতে পারলেও মোহম্মদ মহসিন, এমরান হোসেন, মোহম্মদ রুবেল হোসেন, মোহম্মদ নুর করিমসহ ২৩ শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়ে যায় ।
বাংলাদেশের ৪ বিজিবি ফেনীর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সোমবার রাতের ঘটনায় মঙ্গলবার বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। চোরাকারবারের অভিযোগে ২৩ জনকে আটকের কথা দাবি করেছে বিএসএফ। তাদেরকে ভারতের ভেতর থেকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএসএফ। আটকদের একটি তালিকাও দিয়েছে বিএসএফ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি বলেন, ‘ভুক্তভোগী অথবা ধরে নিয়ে যাওয়াদের পরিজনরা কেউ এখনও লিখিত অভিযোগ করেননি।’
এদিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন আত্মীয় স্বজনরা ।।