এইদিন ওয়েবডেস্ক,০৬ ফেব্রুয়ারী : প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে একটা গাড়িতে দাঁড়িয়ে আছেন রাহুল গান্ধী । গাড়ির হুডের উপর রয়েছে একটা লাল রঙের কুকুর । রাহুল একটা প্যাকেট থেকে বিস্কুট বের করে কুকুরটিকে খাওয়াচ্ছেন । কুকুরটি একটা বিস্কুট খেতে অস্বীকার করলে সেই বিস্কুট দলীয় এক কর্মীর দিকে বাড়িয়ে দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল ।
এদিকে রাহুল গান্ধীর এই দৃশ্য ভিডিও ক্যামেরায় ধরা পড়ার পর এখন সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মন্তব্য করছেন বড় বড় নেতারা । ভিডিওটি পল্লভি সিটি নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন,’প্রথমে রাহুল গান্ধী হিমন্ত বিশ্বজিকে তার পোষা কুকুর পিডির মতো একই প্লেটে বিস্কুট খেতে বাধ্য করেন । তখন কংগ্রেস সভাপতি খাড়গেজি দলীয় কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করেন। এখন শেহজাদা একটি পার্টি কর্মীকে একটি কুকুর দ্বারা প্রত্যাখ্যাত একটি বিস্কুট দিল । তাদের দলীয় কর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি কি কোনো সম্মান আছে ?’
ওই পোস্টটি রিপোস্ট করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন,’পল্লবীজি, শুধু রাহুল গান্ধীই নয়, পুরো পরিবার আমাকে সেই বিস্কুট খাওয়াতে পারেনি। আমি একজন গর্বিত অসমীয়া এবং ভারতীয়। আমি খেতে অস্বীকার করে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম।’
উল্লেখ্য,একবার একটি সাক্ষাৎকারে, হিমন্ত বিশ্ব শর্মা তাঁর সাথে ঘটে যাওয়া ওই ঘটনা বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য রাহুল গান্ধীর সাথে দেখা করতে গিয়েছিলেন । কিন্তু রাহুল গান্ধী তার কুকুর পিডির সাথে খেলায় ব্যস্ত ছিলেন । তাই তিনি আমার সঙ্গে কোনো কথাই বলেননি
হিমন্ত বলেছিলেন যে আমি এমন আচরণ দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এমন সময় চা-বিস্কুট এল। ঠিক তখনই, তার কুকুরটি গিয়ে একই প্লেট থেকে বিস্কুটটি তুলে নিয়ে খেতে শুরু করে। তারা ভেবেছিলেন এখন হয়তো রাহুল গান্ধী তার প্লেট বদল করবেন। যাইহোক, এটি ঘটেনি,বাকি নেতারা একই প্লেট থেকে খেতে শুরু করেন । আমি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে কংগ্রেস ছেড়ে দেব ।’ এদিকে লোকসভা নির্বাচনের ঠিক মুখেই রাহুল গান্ধ ফের একই বিতর্কে জড়িয়ে পড়ায় অস্বস্তিতে পড়েছে তার দল ।।