এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ ফেব্রুয়ারী : রাজধানী শহর দিল্লিতে গ্রেফতার হল লস্কর-ই-তৈয়বার এক সন্ত্রাসী । ধৃত সন্ত্রাসী রিয়াজ আহমেদ অবসরপ্রাপ্ত সেনাসদস্য বলে জানা গেছে । বলা হচ্ছে যে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় লস্কর-ই-তৈয়বা মডিউলের অপারেটিভ হিসাবে সক্রিয় ছিল এই সন্ত্রাসী । তাকে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি জম্মু ও কাশ্মীরে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত করছে তদন্তকারী দল ।
তদন্তকারী দল জানতে পেরেছে যে খুরশিদ আহমেদ এলওসি জুড়ে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল । তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে । খুরশিদ আহমেদের গ্রেফতারি দিল্লি পুলিশের জন্য এটি একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।ধৃতের বিরুদ্ধে আইনের উপযুক্ত ধারায় মামলা রজু করা হয়েছে । এখন জম্মু ও কাশ্মীরের সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ ।।