এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান ও বীরভূম,০৬ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমানের ভাতার ও বীরভূমের রামপুরহাটে দুই পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে । সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত ভাতার-মালডাঙ্গা রোডে কুল নগর মোড়ের কাছে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক চালকের । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাপ্পাদিত্য প্রামানিক (৪১) ও জয় মাজি (২৬) । প্রথমজনের বাড়ি ভাতার থানার নাসিগ্রামে । দ্বিতীয়জন কুলনগর গ্রামের বাসিন্দা ।
জানা গেছে, রাতে বাইকে চড়ে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন বাপ্পাদিত্য । অন্যদিকে জয় সোমবার সকালে পিকনিক করতে গিয়েছিলেন এবং পিকনিক শেষে তিনি বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন । রাত দশটা নাগাদ তারা কুলনগর গ্রামের মোড়ের কাছাকাছি এলে দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । গতিবেগ এতটাই তীব্র ছিল যে বাইক দুটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায় । দুই বাইক চালকেরই মাথায় গুরুতর আঘাত লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপ্পাদিত্যের । পরে ভাতার থানার পুলিশ গিয়ে গুরুতর জখম জয় মাজিকে উদ্ধারে আনে । কিন্তু তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় । পুলিশ বাইক দুটি আটক করেছে । জানা গেছে, মৃত দুই যুবকই বিবাহিত । মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে দুই গ্রামে ৷
অন্যদিকে আজ মঙ্গলবার সকালে একটি মোটরভ্যানে চড়ে মাঠে কাজে যাচ্ছিল বেশ কয়েকজন শ্রমিকের একটি দল । ভ্যানটি রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি ম্যাটাডরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনাস্থলেই চার মহিলা শ্রমিকের মৃত্যু হয় । আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।।