এইদিন স্পোর্টস নিউজ,০৫ ফেব্রুয়ারী : ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছে। আজ এই টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-১ সমতা আনল ভারত । এই ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৩৯৯ রানের টার্গেট দেয়, যা তাড়া করতে গিয়ে ইংল্যান্ড দল ২৯২ রানে গুটিয়ে যায় ৷
এর আগে, ভারত তাদের প্রথম ইনিংসে ৩৯৬ রান করে এবং ইংল্যান্ডকে তাদের প্রথম ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে দিয়ে ১৪৩ রানের লিড নেয়। জসপ্রিত বুমরাহ প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৩ রানে আউট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । ৪৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন বুমরাহ। এছাড়া কুলদীপ যাদব নেন তিনটি উইকেট। দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরিতে ভারত ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৯৯ রানের টার্গেট দেয় । বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের চতুর্থ দিনে অর্থাৎ আজ, ইংল্যান্ডকে ২৯২ রানে গুটিয়ে দিয়ে ১০৬ রানে জিতে সিরিজে সমতা বজায় রাখে ভারত । আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে রাজকোটে শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট ম্যাচ ।।