আকাশ ফুঁড়ে যখন রোদ আসে মানুষের বসতিতে
আমার খুব আনন্দ হয়।
মনে হয় এই সুযোগ সব শুকিয়ে নেওয়ার
এখনই সময় যার যত ভিজে যাওয়া পচে যাওয়া শরীর আছে !
সব মেলে দাও সূর্যের দিকে মুখ করে ।
যদি কারো চোখের মধ্যে নদী থাকে !
এসো শুকিয়ে হাঁটু জল করে নিই
যেন মাছেরা ভেসে ওঠে ..
জেলেরা জাল ফেলতে পারে ..
বক পানকৌড়ির সভা বসে ..
তারপর দাঁত বের করা কাদামাটির ফাটল দেখে !
সুস্থ মানুষ একদিন দু’ফোটা চোখের জল ফেলবে
যে ব্যথায় সূর্য মুখ লোকাবে …
মেঘ গুমরে গর্জে উঠবে …
আর সব ভুলে যাওয়া নদী নতুন করে ভেসে উঠবে ঢেউয়ে।
এসো আমরা একসাথে পুড়ি!
এই সমাজের জীবন্ত ব্যাধির মানুষ
যারা দুর্গন্ধ গায়ে মেখে ঘুরে বেড়াও !
দেখো, আজ আকাশের নীচে সূর্য তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে আছে
শুধু তোমাদের জন্যে ।
আহা কি সুখ কি শান্তি আগুনে পুড়ে …
এসো এক সাথে পুড়ি …
একা অমৃত পানে আমার কষ্ট হয়, কান্না পাই
এসো আমরা একসাথে পুড়ি ।
বহু দিনের নির্ঘুম চোখ নিয়ে কোন মা জেগে আছো ?
কার গায়ে ভীষণ জ্বর গতকালের ঝড়ে ?
এসো সারাদিন মাটিতে পা রেখে পেট ভরে আলো খাবো আমরা।
তারপর রাত এলে
দপ করে আকাশে জ্বলে উঠব নক্ষত্রের মত।
যে বহু দিন আধপেটা খেয়ে আছো
এসো আজ আকাশের নীচে।
দেখো, আজ আকাশের নীচে সূর্য তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে আছে
শুধু তোমাদের জন্যে।।