এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ ফেব্রুয়ারী : সম্প্রতি মালদার ইংলিশবাজারের উত্তর বালুচর এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রী সৃষ্টি কেশরী(১০)কে নির্মমভাবে শীরচ্ছেদ করে হত্যা করা হয় । এই ঘটনায় ঘাতক শ্রীকান্ত কেশরী ওরফে সোনুকে গ্রেফতার করেছে পুলিশ । আজ রবিবার সকাল দশটা নাগাদ নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । সেখান থেকে তিনি মালদার পুরাটলিতে দলের জেলা কার্যালয় এসে সাংবাদিকদের মুখোমুখি হন । কিশোরীকে হত্যার ঘটনা প্রসঙ্গে একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার ।
তিনি বলেন,’পরিবারের লোকেরা চাইছেন যে অপরাধীর ফাঁসি হোক । সত্যি বর্বরোচিত হত্যাকাণ্ড । ওইটুকু বাচ্চা মেয়ের মাথাটি কাটা হয়েছে, তারপর প্লাস্টিকে ভরে ছাদের উপর ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে । মুণ্ডবিহীন দেহটি ৬০ থেকে ৭০ মি তুলে নিয়ে গিয়ে ফেলেছে । এই হত্যাকাণ্ডের পিছনে একজন মানুষ জড়িয়ে আছে কিনা সেটাও প্রশ্ন । এটা কোন প্রকৃতস্থ মানুষের পক্ষ করা সম্ভব না। আমার মনে হচ্ছে সোনু বলে যে মূল অভিযুক্ত সে সম্ভবত কোন ড্রাগস নিয়েছিল ৷’
সুকান্ত মজুমদার বলেন,’আমরা যেটা খবর পাচ্ছি যে মালদাতে যুবক যুবতীর মধ্যে ড্রাগের নেশা ভয়ঙ্কর ভাবে বাড়ছে। পুলিশ প্রশাসন ও জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না । নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে ড্রাগ ব্যাবসায়ীদের কাছ থেকে । তৃণমূল নেতাদের কাছে মাসোহারা যাচ্ছে । মালদার যুবসমাজ আগামী দিনে অন্ধকারের দিকে চলে যাচ্ছে ।’
তিনি আরও বলেন,’এটা প্রশাসনিক ব্যর্থতা ৷ গাজোলে ঘটনা ঘটলো, চাঁচলে ঘটনা ঘটলো, রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে । রাজ্যে যেন মনে হচ্ছে খুন, গুলি, বোমা অহরহ ব্যাপার হয়ে দাঁড়িয়ে । প্রশাসন সর্বতোভাবে ব্যর্থ । মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতি এই ধরনের ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে দেহ উদ্ধার করতে কয়েকদিন চলে গেল । মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যদি এই ধরনের ঘটনা ঘটে তার মানে অপরাধীরা পুলিশ প্রশাসনকে আদপেই ভয় পায় না৷ এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরও ভয়ংকর অবস্থা হবে ।’
পাশাপাশি নিহত কিশোরীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে সুকান্ত মজুমদার বলেন,’মেয়েটির স্মৃতি রক্ষার্থে পরিবার যদি আগামী দিনে কোন ট্রাস্ট বা এনজিও করে তাহলে আমরা ওনাদের সহযোগিতা করব। পরিবার যদি সিবিআই তদন্তের দাবী জানায় তাহলে আমরা তাদের আইনত সহায়তা দেবো ।’ সেই সাথে মালদা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে দলের দুই সাংগঠনিক জেলা সভাপতিদের বৃহত্তর আন্দোলন আমার নির্দেশ দিয়েছেন বলে জানান রাজ্য বিজেপির সভাপতি ।।