এইদিন ওয়েবডেস্ক,০৩ ফেব্রুয়ারী : মুঘল হানাদার বাবরের দখল করা সুপ্রাচীন রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ পাঁচশো বছর পর সেই মন্দির পুণঃনির্মাণের পর গত বাইশে জানুয়ারী রামলালার আর প্রাণ প্রতিষ্ঠা হল । ভারতসহ গোটা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষ রাম মন্দির উদ্বোধন ঘিরে উল্লসিত । উদ্বোধনের দিন অনেক সাধুসন্ত ও সাধারণ মানুষকে আবেগে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল । এদিকে মুঘল হানাদারদের স্বাক্ষী বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মান কিছুতেই মেনে নিতে পারছে না ভারত ও বাংলাদেশের মোল্লারা । সেই আক্রোশ থেকে এবারে প্রকাশ্য মঞ্চে তারা হিন্দুদের হুমকি দিতে শুরু করেছে ।
মুম্বাইয়ের মুসলিম নেতা মুফতি সালমান আজহারির একটি মুসকানী মূলক বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ওই ভিডিওতে তাকে হিন্দুদের ‘কুকুর’ বলে সম্বোধন করতে শোনা গেছে । মুফতি সালমান আজহারিকে প্রকাশ্য মঞ্চে বলতে শোনা গেছে, ‘আমাদের রাগাচ্ছে,এখনো কারবালার শেষ ময়দান বাকি আছে । কিছুদিনের অপেক্ষা মাত্র । আজ কুকুরের সময়, কাল আমাদের সময় আসবে ।’ এরপর তাকে ধর্মীয় স্লোগান দিয়ে মঞ্চ ছাড়তে দেখা যায় । যদিও এই প্রথম নয়, নিজের ফেসবুক পেজে ইতিমধ্যে একাধিকবার রাম মন্দির নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছে ওই কট্টরপন্থী ইসলামী নেতা । সে তার অনুগামীদের আশ্বস্ত করেছে যে একদিন রাম মন্দিরে আজানের ধ্বনি উঠবেই ।
একই কথা ফেসবুকে লিখে বিষোদগার করতে দেখা গেছে শরিফ রাসেল নামে এক বাংলাদেশি কট্টরপন্থীকে । সে লিখেছে,’আজ যে বাবরি মসজিদকে রাম মন্দিরে রুপান্তর করলে আমি মুসলিম হিসাবে ব্যথিত। এখানে আর মধুর সুরে আজানের ধ্বনি শোনা যাবে না। ইনশা আল্লাহ,বাবরি মসজিদ একদিন আমরাই উদ্ধার করবো।’
বাংলাদেশের শিলেটের মহম্মদ জায়েদ আহমেদ নামে এক কট্টরপন্থী আলেক হুসেন নামে আর এক কট্টরপন্থীর একটি পোস্ট শেয়ার করে লিখেছে, ‘ইনশা আল্লাহ একদিন আবারো এখানে বাবরি মসজিদ হবে লাখো মুসলিম নামায পড়বে।’ আলেক হুসেন তার পোস্টে রামমন্দিরের ছবি শেয়ার করে লিখেছিল, ‘ওহে হিন্দুস্থানি লিখে রাখো এই রাম মন্দিরে আবারো আজানের ধ্বনি হবে আবারো লাখো মুসলিম এই জায়গায় সিজদাহ্ দিবে ইন শা আল্লাহ।’।