এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ ফেব্রুয়ারী : বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করতে চলেছে কেন্দ্র সরকার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে লিখেছেন,’আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে শ্রী এলকে আডবাণী জিকে ভারতরত্ন প্রদান করা হবে। আমি তার সাথেও কথা বলেছি এবং তাকে এই সম্মানে ভূষিত করার জন্য অভিনন্দন জানিয়েছি। আমাদের সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের মধ্যে উনি একজন, ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। তৃণমূল স্তরে কাজ করা থেকে শুরু করে আমাদের উপ-প্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করা পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছেন উনি । তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইবি মন্ত্রী হিসাবেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন । তার সংসদীয় হস্তক্ষেপ সবসময়ই অনুকরণীয়, সমৃদ্ধ অন্তর্দৃষ্টিতে পূর্ণ।’
এর আগে ২০১৫ সালে অটল বিহারী বাজপেয়ীকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করেছিল নরেন্দ্র মোদী সরকার। এবারে নিজের রাজনৈতিক গুরু লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করতে চলেছেন প্রধানমন্ত্রী । প্রসঙ্গত,অযোধ্যা রাম মন্দির আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন লালকৃষ্ণ আডবাণী । ২০০৯ সালের লোকসভা নির্বাচনে, তিনি বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী ছিলেন । দলের সর্বভারতীয় সভাপতি হওয়ার পর ‘রাম রথ যাত্রা’ যাত্রা করে ভারতীয় রাজনীতির অভিমুখ পুরো ঘুরিয়ে দিয়েছিলেন বিজেপির মাগর্দশক মণ্ডলীর প্রধান লালকৃষ্ণ আডবাণী।।