এইদিন ওয়েবডেস্ক,০৩ ফেব্রুয়ারী : প্রয়াত হলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ল ওয়েদারস । বৃহস্পতিবার অভিনেতার ম্যানেজার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যানেজার জানান, কার্ল তার বাড়িতে মারা গেছেন । তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মৃত্যুকালে কার্ল ওয়েদারসের বয়স হয়েছিল ৭৬ বছর । ‘রকি’ চলচ্চিত্রে বক্সার অ্যাপোলো ক্রিডের ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নেন কার্ল ওয়েদারস । পরে ‘প্রিডেটর’ সহ বেশ কয়েকটি ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য তিনি সকলের প্রশংসা কুড়িয়েছিলেন ।
কার্ল ওয়েদারসকে চলচ্চিত্র ছাড়াও বহু টিভি শোতে দেখা গিয়েছিল । চলচ্চিত্র, টেলিভিশন, শিল্পকলা ও খেলাধুলায় তাঁর অবদানের মাধ্যমে তিনি অমর চিহ্ন রেখে গেছেন এবং তার কাজের জন্য বিশ্ব তাকে মনে রাখবে । রকিতে কাজ করার আগে, তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন । পাশাপাশি তিনি একজন বক্সিং খেলোয়াড়ও ছিলেন । তবে বক্সিংয়ে তার কোন প্রথাগত প্রশিক্ষণ ছিল না । তিনি বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীকে তার অনুপ্রেরণা বলে মনে করতেন, যেটি তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন । ক্রীড়া জগতে বিচরণের সময় ওয়েদারস অডিশন দিয়েছিল এবং রকিতে অ্যাপোলো ক্রিডের ভূমিকায় অভিনয় করেছিলেন । এরপর অস্কার জয়ী ছবি রকির তিনটি সিক্যুয়েলে দেখা যায় তাকে ।
কার্ল ওয়েদারস তার ক্যারিয়ারে অনেক স্মরণীয় ভূমিকা পালন করেছেন। তিনি চলচ্চিত্র এবং টিভিতে ৭৫ টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৭০ এর দশকে ব্ল্যাক্সপ্লয়েটেশন ফিল্ম দিয়ে অভিনয় শুরু করেছিলেন । এছাড়া তিনি ডিজনি প্লাসে দ্য ম্যান্ডালোরিয়ান-এ কাজ করেছেন ।।