এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০২ জানুয়ারী : বর্ধমান কাটোয়া রেল লাইনের ধার থেকে থেকে রক্তাক্তবস্থায় উদ্ধার হল এক গৃহবধূ ও তার ৩ বছরের সন্তান । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনকাপাসির কাছে ওই বধু একটা সন্তানকে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ উদ্ধার করে আরপিএফ । দু’জনকেই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গেছে, জখম বধুর নাম রুমা ঘোষ(২৯) এবং তার ছেলে সৌভিক(৩) । রুমাদেবীর শ্বশুরবাড়ি নদিয়া জেলার নবদ্বীপ থানার প্রতাপপুরে এবং বাপেরবাড়ি পূর্বস্থলী থানার পুরাতনবাজার এলাকায় । শিশুটি সুস্থ থাকলেও জখম বধুর এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি ।
পরিবার সূত্রে জানা গেছে,রুমা ঘোষের স্বামী সঞ্জয় ঘোষ পুলিশ কর্মী এবং তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন । রুমা দেবীরা তিন বোন। গত বুধবার ছোট বোনের বিয়ে ছিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে স্বামী ও সন্তানের সঙ্গে বাপেরবাড়িতে এসেছিলেন বধূ । জখম বধূর খুড়তুতো দাদা বাপ্পা ঘোষ জানিচ্ছেন যে বিয়ে বাড়িতে আসার পর খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি হয়েছিল। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ ছেলেকে সঙ্গে নিয়ে বাপেরবাড়ি থেকে গোপনে বেড়িয়ে চলে আসেন রুমা ।
আরপিএফ জানতে পারে যে পূর্বস্থলী থেকে সন্ধ্যায় হাওড়া আজিমগঞ্জ ট্রেন ধরে কটোয়া স্টেশনে নেমেছিলেন রুমাদেবী । তারপর কাটোয়া স্টেশন থেকে রাত সাড়ে আটটার কাটোয়া-বর্ধমান লোকাল ধরেছিলেন । ভাতার থানার বলগোনায় নামার পর এক হকার বলগোনায় আরপিএফ ইন্সপেক্টর সুনীল কুমার সিংকে বনকাপাসির কাছে এক বধূ ও তার সন্তান ট্রেন থেকে পড়ে যাওয়ার কথা বলেন । সুনীলবাবু বিষয়টি শ্রীখন্ড স্টেশনে কর্তব্যরত আরপিএফ আধিকারিক সুরেশ কুমার চট্টোপাধ্যায়কে বিষয়টি জানান। খবর পেতেই সুরেশবাবু এক পোর্টারকে নিজের বাইকে চাপিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন । বনকাপাসি স্টেশনে বাইকটি রেখে তারা প্রায় দেড় কিলোমিটার হেঁটে এসে রেললাইনের ধার থেকে অচেতন ও রক্তাক্তবস্থায় ওই বধূকে ও তার সন্তানকে উদ্ধার করেন। পাশেই বধূর ভাঙাচোরা মোবাইল ফোনটি । সুরেশবাবু ওই মোবাইল থেকে সিমটি খুলে নিয়ে নিজের স্মার্ট ফোনে লাগাতেই বধূর পরিবারের তরফ থেকে ফোন আসতে শুরু করে । তখন তিনি ঘটনার কথা তাদের খুলে বলেন । এদিকে বধুকে কাটোয়া হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তার পরিবারের লোকজন এসে জড়ো হয়ে যায় । ওই বধুর ট্রেন থেকে পড়ে গেছেন, নাকি তিনি ইচ্ছাকৃতভাবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েছেন তা স্পষ্ট নয় ।।