এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০২ ফেব্রুয়ারী : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইল সেনার যুদ্ধে এই যাবত প্রায় ২৬ হাজার ফিলিস্তিনি মারা গেছে বলে দাবি করা হচ্ছে । হামাস পরিচালিত স্বাস্থ্য দপ্তরের দাবি যে তার মধ্যে বহু শিশু ও মহিলা রয়েছে । যদিও এই দাবিকে খন্ডন করে দিয়েছেন মার্কিন কংগ্রেসের এক রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট । তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি হামলায় যেসব মানুষ নিহত হচ্ছে, তাদের মধ্যে কোনো নিষ্পাপ শিশু নেই, বেসামরিক লোক নেই,সব সন্ত্রাসী । ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসের রিপাবলিকানের প্রতিনিধি ব্রায়ান মাস্টকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা গেছে,’গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান অব্যাহত রাখা উচিত ।’
কোডপিঙ্ক গ্রুপের ওই দুই অ্যাকটিভিস্টের সঙ্গে মূলত কথোপকথন হচ্ছিল ব্রায়ান মাস্টের । ওই দুই অ্যাকটিভিস্ট মাস্টকে বলেন,দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শহর ড্রেসডেনে যত অবকাঠামো ধ্বংস করা হয়েছিল, ইসরায়েলি বাহিনী গাজায় তার চেয়ে বেশি অবকাঠামো ধ্বংস করেছে। এর জবাবে মাস্ট তাদের স্পষ্ট করে বলেন,’সেখানে আরও অবকাঠামো ধ্বংস করা দরকার। আপনারা কি আমার কথা শুনতে পাননি,আমি বলছি,সেখানে থাকা অন্য ভবনগুলিও ধ্বংস করা প্রয়োজন।’
এছাড়া তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা(ইউএনআরডব্লিউএ) গঠনের জন্য জাতিসংঘকে তিনি ‘মূর্খ’ বলে অবিহিত করেন । পাশাপাশি তিনি ইউএনআরডব্লিউকে গাজায় সহায়তাত জন্য ওয়াশিংটনের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার পক্ষেও সওয়াল করেছে । ব্রায়ান মাস্ট বলেন,’আমি নিশ্চিত করতে চাই যে, আমরা ইউএনআরডব্লিউএকে আর একটি পয়সাও দেবো না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের ট্যাক্সের পয়সা আর ইউএনআরডব্লিউএতে যাবে না । এই সংস্থাটি একসময় বিলুপ্ত হয়ে যাবে ।’
উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে নরসংহার চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স ৷ মধ্যপ্রাচ্যের দেশগুলি ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ হামাসকে সমর্থন করলেও সিংহভাগ অমুসলিম রাষ্ট্র ও অমুসলিরা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে । এই যুদ্ধে ভারতের মুসলিম সম্প্রদায় ও তথাকথিত সেকুলাররা ‘স্বাধীনতা সংগ্রামী’ হামাসের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করলেও দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশে পেয়েছে ইসরায়েল ।।