এইদিন স্পোর্টস নিউজ,০২ ফেব্রুয়ারী : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা আয়োজিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-২০ সিরিজ জিতল শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল । পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত এই সিরিজে টানা চার ম্যাচে জয়ে শিরোপার স্বপ্ন দেখলেও ফাইনালে খেই হারিয়ে ফেলে সুমাইয়া আক্তারের দল । শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৩৬ রানের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের ।
আজ শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের বোলাররা । ওপেনিং জুটিতে শতরান পূর্ণ করেন নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গা। ব্যক্তিগত ৪৯ রানে দেভিমি আউট হলে ভাঙে ১০৪ রানের জুটি। শেষ পর্যন্ত নেতমির ৬৬ ও বিহাঙ্গার ৪৯ রানে সহায়তায় ২০ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা ।
বিশাল লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।ব্যাট হাতে ৪৯ রানের ইনিংস খেলা বিহাঙ্গা ঝড় তোলেন বল হাতেও। তার দুর্দান্ত বোলিংয়ে ১৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে সুমাইয়া আক্তার ও রাবেয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন সুমাইয়া আক্তার । মাত্র ২৪ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি ।
শেষপর্যন্ত রাবেয়ার ৩১ ও আরবিন তানির ১৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ।।