সেখ মিলন,(ভাতাড়, পূর্ব বর্ধমান),০২ ফেব্রুয়ারী : নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা নির্মাণের অভিযোগে সরব হল পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের বনপাস গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দারা । ঠিকাদার সংস্থার লোকজন নালা নির্মাণের কাজ করতে এলে ক্ষিপ্ত জনতা কাজ বন্ধ করে দেয় । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । এদিকে বিগত ৩-৪ দিন ধরে নিকাশি নালা সংস্কারের কাজ বন্ধ থাকায় চুড়ান্ত নাকাল হচ্ছে গ্রামবাসীরা । এলাকায় রয়েছে বেশ কিছু ব্যাবসায়িক প্রতিষ্ঠান । যাতায়তের সমস্যার কারনে ব্যাবসায়ীদের লোকসানের মুখে পড়তে হচ্ছে । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীরা ।
জানা গেছে,বনপাস গ্রাম পঞ্চায়েতের চাঁদাই মোড় থেকে কামারপাড়া সরানধার পর্যন্ত দেবপুর-মাহিনগর রোডের পাশে প্রায় ৪০০ মিটার নিকাশি নালা পাকা করার জন্য সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছিল । টেন্ডারের ভিত্তিতে একজন ঠিকারকে বরাত দেওয়া হয় । কয়েকদিন কাজও চলে । কিন্তু তিন চারদিন আগে কাজ বন্ধ করে দেয় গ্রামবাসী । গ্রামবাসীদের অভিযোগ তোলে যে নিয়ম মেনে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে না ।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে তলব করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, পূর্ত দপ্তরের নির্দেশিকা অনুযায়ী যথাযথ নির্মান সামগ্রী ব্যবহার করে অবিলম্বে কাজ শুরু করা হোক ।।