এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ ফেব্রুয়ারী : মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পথ পূর্ব বর্ধমান জেলার ভাতারে দুর্ঘটনায় মৃত্যু হলো এক পরীক্ষার্থীর দাদার । গুরুতর জখম হয়েছেন পরীক্ষার্থীর এক দিদিও । আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলগোনা গুসকরা সড়কপথে ভাতার থানার মাহাতা গ্রামের কাছে । পুলিশ মৃতকে ভাতারের বেরোয়া গ্রামের বাসিন্দা অরিজিৎ ঘোষ (২১) বলে চিহ্নিত করেছে । দুর্ঘটনায় জখম রিক্তা ঘোষ(১৮)কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় পাঠানো হয়েছে । তার অবস্থা গুরুতর । তবে পরীক্ষার্থীকে এই দুর্ঘটনার বিষয়ে কিছু না জানিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়া হয়েছে ।
জানা গেছে, বেরোয়া গ্রামের বাসিন্দা রিক্তা ঘোষর বোন স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । অরিজিৎ ঘোষ রিক্তা ও স্মৃতির খুড়তুতো দাদা । এরুয়ার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র স্মৃতির । এদিন সে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে একটি মারুতি ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল স্মৃতি । মারুতির পিছনেই খুতুতো দাদার মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন রিক্তা । মাঝ রাস্তায় বিপরীত দিক থেকে আসা এলপিজি গ্যাস ভর্তি একটি লরি বাইকটিকে মুখোমুখি ধাক্কা দেয় ধাক্কা দেয় । অরিজিৎ ছিটকে লরির নিচে এসে পড়লে চাকায় পিষে যায় তার মাথা । দুর্ঘটনা স্থলই তার মৃত্যু হয় । গুরুতর যখন হন রিক্তা । পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পুলিশ ঘাতক লরিটি আটক করেছে । পুলিশ জানিয়েছে যে চালকের সন্ধান চলছে ।।