জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ ফেব্রুয়ারী : মাঝে মাত্র কয়েক ঘণ্টা দেরি। তারপরই শুরু হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। প্রায় নয় লক্ষাধিক ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসতে চলেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য পর্ষদের পক্ষ থেকে চলছে তৎপরতা। অন্যদিকে পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিতে ব্যস্ত। শুভানুধ্যায়ীরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, চিন্তামুক্ত অবস্থায় পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। কোথাও কোথাও আবার জনপ্রতিনিধিরা হাজির হচ্ছেন তাদের দরজায়।
গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এবার ১৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলায় তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার সাধনা কোনার। শুভেচ্ছা ও আশীর্বাদ জানানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাতে তুলে দিলেন কলম, স্কেল ও ইরেজার। এগুলি হাতে পেয়ে প্রত্যেকেই খুব খুশি।
সাধনা দেবী বললেন,’কাউন্সিলার হিসাবে নয়, একজন মা হিসাবে সন্তানদের উৎসাহ দেওয়ার জন্য গেছি। আশীর্বাদ করি, শুধু এই ওয়ার্ডের নয় রাজ্যের প্রত্যেক পরীক্ষার্থীর যেন ভাল পরীক্ষা হয়।’
সাধনা দেবীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন, একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেছেন সাধনা দেবী। পরীক্ষার আগের দিন এই ধরনের মানুষদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের মনের জোর যথেষ্ট বেড়ে যায় ।।