এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার দুপুরে কলকাতার একটি চারতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । শেক্সপিয়ার সরণি থানা এলাকার থিয়েটার রোডের উপর অবস্থিত ওই হোটেলে অগ্নিকাণ্ডের জেরে হোটেলের আবাসিক এবং হোটেলকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন আসে । দমকলকর্মীরা হোটেলের সমস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় । শেষ পর্যন্ত অল্প কিছুক্ষণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ।
শেক্সপিয়ার সরণি থানা এলাকার থিয়েটার রোডের অ্যাস্টার হোটেল নামে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে । অভিজাত এই হোটেলটি ১৯০৫ সালে নির্মিত । মূলত ভিআইপিরা এই হোটেলে এসে ওঠেন । জানা গেছে,এদিন দুপুরে হোটেলের রান্না ঘরের পিছন থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও গলগল করে ধোঁয়া বের হতে থাকে । প্রথমে শেক্সপিয়ার থানায় খবর দেওয়া হয় । পরে পুলিশের কাছে খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন আসে । তার আগে হোটেলের অগ্নি নির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে হোটেল কর্মীরা । পরে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কিভাবে হোটেলটিতে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় ।।