চোর চোর চোর
পড়েছে চিৎকার শোরগোল
নিয়ে সব পালিয়েছে
লেগেছে চারিদিকে গন্ডগোল।
অমূল্য সম্পদ ‘বিবেক’
সব নিয়েছে বস্তা ভরে
স্বার্থ, মোহ, অহংকার, কপটতা
এইগুলো আছে যত সব পড়ে।
পুলিশ লেগেছে পিছে
দেখা যাক কি লেখা আছে কপালে
কি করে যে বিবেকটা
নিয়ে গেছে চোরে।
ওই দেখো ওরা জীবন্ত মানুষ
আগুন দিয়ে পুড়েছে
চার বছরের শিশুটা
বাজার ব্যাগের পণ্য হয়ে দাঁড়িয়েছে।
এসিড দিয়ে শরীর ঝলসানো
হয়ে উঠেছে নিত্য ঘটনা
সদ্যজাত শিশু এখন ডাষ্টবিনে
আজকের যুগে তার ঠিকানা।
নোংরামি নাম দাঁড়িয়েছে
আজকের আধুনিক সভ্যতা,
মানুষের বাঁচার অধিকার
ছিনতাই করতে কেউ ভাবে না।
আইন বিচারের চোখ আছে বন্ধ
চিন্তা নেই,
টাকার খেলায় হবে সব সত্য
গিয়ে দেখো প্রশাসনের কাছে
নিজ স্বার্থে সব আছে মত্ত।
রক্ত আর চোখের জলে
সাধারণ মানুষ স্নান করে
সবাই খোঁজে পরের বিবেক
নিজেরটা হারিয়ে।
স্বাধীনতাগুলো আজ রয়েছে
কাঁটাতারে ঝুলে
যদি চোরের দেখা মিলে
তবে বিবেক অল্প নিব তুলে।।