দুদিন বেশি আছি বলে আমায় নিয়ে মশকরা
আর সম্ভব নয় আমার পক্ষে তোদের সঙ্গে বাসকরা।
দু’হাত ভরে এনে ছিলাম নানা রকম শাক সবজি
বেশ তো খেলি সারা মাস ডুবিয়ে দিয়ে কবজি।
সাজলো ক্ষীরাই উপত্যকা নানান ফুলের বাহার নিয়ে
পাশে কাঁসাই এঁকেবেঁকে বইছে জল তিরতিরিয়ে।
ভোরের বেলায় খেজুর রস খাস যখন আয়েস করে
তখন তো আমায় করিস প্রণাম চক্ষু মুদে করজোড়ে।
যেই দিলাম রেগুলেটর একটু খানি ঘুরিয়ে ,
ওমনি তোদের আসল রূপ পড়ল তখন বেরিয়ে।
বুঝবি সেদিন আমার কদর একবার আমি যাই চলে
গলদঘর্ম হবি যখন ভাসবি তখন চোখের জলে।
সার্কাস দেখিস, যাত্রা দেখিস সঙ্গে থাকে চড়ুইভাতি
বেয়াক্কেল পাবলিক সব পাল্টে গেলি রাতারাতি!