এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ জানুয়ারী : গৃহস্থের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহের জন্য পয়লা ফেব্রুয়ারী থেকে বর্জ্য কর লাগু করা হবে বলে ঘোষণা করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভা । সম্প্রতি কাটোয়া পুরসভা থেকে এনিয়ে প্রচারও করা হয় । এবার এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামল কাটোয়ার সিপিএম নেতৃত্ব । আজ বুধবার সিপিএমের কাটোয়া শহর এরিয়া কমিটির পক্ষ থেকে পুরসভা অভিযান করা হয় । বর্জ্যকরের সিদ্ধান্ত প্রত্যাহার, জলনিকাশি ব্যবস্থার উন্নতি, রাস্তাঘাটের উন্নতি এবং ভূমিহীন মানুষদের পাট্টাপ্রদান প্রভৃতি দাবিতে পুরসভায় স্মারকলিপি জমা দেয় সিপিএম । পাশাপাশি তারা পথসভাও করে । সিপিএমের কাটোয়া শহর এরিয়া কমিটির সম্পাদক অশোক সরকারের অভিযোগ, ‘বেনামী প্রচারপত্র বিলি করে বর্জ্যকর নেওয়ার কথা প্রচার করা হচ্ছে । এনিয়ে পুর কর্তৃপক্ষের মতামত জানতে চাই এবং এই প্রকার জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।’
এদিকে সিপিএমের পথসভা শেষ হতেই পাল্টা পথসভা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তৃণমূলের অভিযোগ লোকসভা ভোটের আগে অপপ্রচার চালিয়ে বাজার গরম করতে চাইছে সিপিএম । যদিও পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বর্জ্য কর লাগুর বিষয়টি স্বীকার করে নিয়েছেন । তিনি বলেছে, ‘পুরসভায় একাধিক বৈঠক হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিয়ে নামে কোন লিফলেট বিলি করা হয়নি ।’ তবে তিনি বর্জ্য কর লাগুর বিষয়টি কেন্দ্র সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন । তার কথায়,’এটা(বর্জ্য কর আদায়) কেন্দ্রীয় সরকারের নির্দেশেই চালু করা হচ্ছে ।’এদিকে লোকসভা ভোটের ঠিকমুখী বর্জ্য কর ইস্যুতে তৃণমূল ও সিপিএমের চাপানউতরে শোড়গোল পরে গেছে এলাকায় ।।