এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ জানুয়ারী : ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা’- এই প্রবাদটিকেই জীবনের কার্যত মূলমন্ত্র করে নিয়েছিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ঝিলু গ্রামের বাসিন্দা সাদ্দাম শেখ নামে এক যুবক । তাই চুরির মামলায় জেল খেটে ফিরে আসার পর ফের বাইক চুরি করতে গিয়েছিল সে । কিন্তু সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কাটোয়া থানার পুলিশ তাকে পাকড়াও করেছে । উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইকটিও । মঙ্গলবার রাতে সাদ্দামকে বাড়ি থেকে গ্রেফতার করার পর আজ বুধবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পাঠায় পুলিশ ।
জানা গেছে, সোমবার কাটোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নদিয়া জেলার কালীগঞ্জ থানার হরিপুরপাড়ার বাসিন্দা আবারুন শেখ নামে এক ব্যক্তির বাইক চুরি যায় । ওই ব্যক্তি বাসস্ট্যান্ডের কাছে নেতাজী মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন । দুপুর নাগাদ তিনি কেনাকাটা সেরে বাইক নিতে গিয়ে দেখেন বাইকটি উধাও হয়ে গেছে । খোঁজাখুঁজি করার পরও বাইকটির সন্ধানে না পেয়ে তিনি কাটোয়া থানার পুলিশের দারস্থ হন । অভিযোগ পেতেই সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে পুলিশ বাইক চোরকে চিহ্নিত করে । তারপর তার সন্ধানে পুলিশ শুরু করে তল্লাশি অভিযান । শেষ পর্যন্ত মঙ্গলকোট থানার পুলিশের সহযোগিতায় কাটোয়া থানার পুলিশ সাদ্দাম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ৷ বাড়ি থেকেই হয় চুরি যাওয়া বাইকটি ।
পুলিশ জানিয়েছে, ধৃত সাদ্দাম শেখ একজন দাবি আসামী । তার পেশা হচ্ছে মূলত বাইক চুরি করা । ২০২১ সালে কাটোয়া আদালতের একজন লক্লার্কের বাইক চুরি করে জেল খেটেছিল সাদ্দাম । যদিও পরে উচ্চ আদালতে সে জামিন পেয়ে যায় । জেল থেকে ছাড়া পেতে মাস দুয়েক আগে বীরভুম জেলায় একটা বাইক চুরি করে ধরা পড়ে সে ৷ তিন চড়েক আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে । ছাড়া পেতেই ফের বাইক চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পরল মঙ্গলকোটের কুখ্যাত চোর সাদ্দাম শেখ ।।