এইদিন স্পোর্টস নিউজ,৩১ জানুয়ারী : আগামী অলিম্পিকের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল । এরপর সকলে তাকিয়ে ছিল আর্জেন্টিনার দিকে । প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে আজ বুধবার চিলিকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল । তবে এখনো অলিম্পিকে তাদের জায়গা নিশ্চিত নয়।
প্রাক-অলিম্পিক কনমেবল অঞ্চলের গ্রুপ ‘বি’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামে চিলি ও আর্জেন্টিনা । এই ম্যাচে জয় দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ছিল । যে জিতবে, তার জন্যই খুলে যাবে অলিম্পিকের দরজা । তবে চিলিকে কোন প্রকার পাত্তা না দিয়েই ম্যাচটি জিতে নেয় আলমাদা- এচেভেরিরা । চিলির বিপক্ষে প্রথম অর্ধের শেষ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন থিয়াগো আলমাদা। দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সেই আলমাদা । তার চার মিনিট পর গোল পান সান্তিয়াগো কাস্ত্রো। গোলের সহায়ক ছিলেন আলমাদা। এই তিন গোলেই আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত হয়। তবে ম্যাচ শেষের এগারো মিনিট আগে গোল করেন অ্যারন কুইরোস। আর ম্যাচের ৯০তম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান লুসিয়ানো গন্ডু।
এই ম্যাচটি জিতে অবশ্য বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা, তবে তাদের সমান পয়েন্ট রয়েছে প্যারাগুয়েরও । যাদের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা । যেকারণে এখনই অলিম্পিকে খেলা নিশ্চিত হচ্ছে না আর্জেন্টিনার। শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জিততে হবে তাদের। পাশাপাশি প্যারাগুয়ে ও চিলির মধ্যকার ম্যাচের দিকেও নজর দিতে হবে আর্জেন্টিনাকে । যদি উরুগুয়েকে আর্জেন্টিনা হারায়, আর ওপর ম্যাচে প্যারাগুয়ে চিলির বিপক্ষে পয়েন্ট হারায় তাহলে অলিম্পিকে আর্জেন্টিনার জায়গা নিশ্চিত হবে ।।