আচ্ছা মা শ্বশুর বাড়ির লোকজন বললি না তো কেমন?
অনেকটা ভালো বাবা কিন্তু তবুও জমছে না তেমন।
আমি তো তোমার রাজকন্যা তোমার চোখের পরী।
সে জিনিস গুলো সবসময় জানো বাবা খুব মিস করি।
ছোট্ট বেলায় রান্না রান্না খেলার সময় তুমি বলতে না।
ওরে আমার ছোট্ট সোনা সত্যি আগুন জ্বালিয়ে ও না।
এখন তো তোমার ছোট্ট রাজকন্যা হয়ে গেছে বড়ো।
আগুন জ্বালিয়ে রান্না করে ভয়ে হয় না জড়োসড়ো।
বেলা অব্দি ঘুমলে বলতো বাড়ির সবাই ওঠ।
তুমি বলতে কেন এত ডাকছো ওকে একটু ঘুমোক।তোমার সেই রাজকন্যা এখন অনেক আগে ওঠে।
কেউ আর তোমার মতো বলে না এটা সত্যি কিন্তু বটে।
ছোট্ট বেলায় রাতে ভয় পেলে কেমন লুকাতাম মুখ।
জানো বাবা এখন আমায় দেখে ভয়ে পালায় ভূত।
শৈশবের দিন গুলো মনে পড়লে মাঝে মাঝে।
জানো তখন মন বসে না ঘরের কোন কাজে।
তোমার রাজকন্যা এখন মাছের মাথাটা খায় না একা।
এমন পরিবর্তন তোমার মেয়ের জীবনে দিয়েছে দেখা।
তুমি কাজ থেকে এলে এটা চাই
ওটা চাই তোমায় ব্যস্ত করতাম বায়নায়।
এখন তো ওইসব ফুটে ওঠে মনে আয়নায়।
জানো তো বাবা আর বলি না পারবো না করতে কাজ।
এখন আমি না সাজালে পূর্ণ হয় না সংসারে সাজ।।