প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ জানুয়ারী : রাজ্যের চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা ফের একবার প্রকাশ্যে এল । হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েও যথাযথ চিকিৎসা পরিষেবা পেলেন না খোদ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী । যদিও তাকে এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে তেমনভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি । তবে তিনি হাসপাতালের পরিষেবা উন্নত করার আশ্বাস দিয়েছেন ।
মন্তেশ্বর বিধানসভা এলাকায় বাড়ি সিদ্দিকুল্লাহ চৌধুরীর । তিনি জানান,আজ মঙ্গলবার সকালে নিজের বাড়ির বারান্দায় ঘোরাঘুরি করছিলেন । সেই সময় মেঝেতে বসানো টাইলসে তার পা পিছলে যায় । তিনি উলটে পড়লে তার পায়ের আঙুলে আঘাত লাগে । তারপর থেকে আঙুলটিতে খুব ব্যাথা হওয়ায় তিনি এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন ।
জানা গেছে,মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মন্ত্রীকে পরীক্ষা করার পর এক্সরে করার পরামর্শ দেন । মেমারি হাসপাতালে এক্সরে মেশিনও আছে । কিন্তু এক্সরে বিভাগের টেকনিসিয়ান তার আগেই ঘর বন্ধ করে চলে যাওয়ায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর এক্সরে করা সম্ভব হয়নি ।
এনিয়ে কিছুটা ক্ষুব্ধ হন মন্ত্রী । তবে তিনি বিশেষ কিছু মন্তব্য করেননি । সিদ্দিকুল্লাহ শুধু বলেন,’এত বড় হাসপাতাল, তবুও ওপিডির সময়ে টেকনিসিয়ান আসেননি বলে এক্সরে হল না । এক্সরে বিভাগের যা সিস্টেম শুনলাম তা খুব একটা সন্তোষজনক নয় । মেমারি গ্রামীণ হাসপাতালে যাতে সর্বসময় এক্সরে পরিষেবার ব্যবস্থা হয়,তার জন্য আমি চেষ্টা করব ।’
এদিকে মন্ত্রী চিকিৎসা করাতে এসেছে শুনে হাসপাতালে এসে হাজির হন মেমারি শহর তৃণমূল আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক মোহম্মদ সেলিমসহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা । তারা মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন । কিছুক্ষণ পর দলীয় নেতাদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করেন মন্ত্রী ।।