এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ জানুয়ারী : সবুজসাথী প্রকল্পের নতুন সাইকেল বিলি করার জন্য আজ মঙ্গলবার এলাকার চারটি স্কুলের পড়ুয়াদের পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসে আসতে বলা হয়েছিল । কিন্তু সাইকেলের সংখ্যা কম থাকায় ভাতার গার্লস হাইস্কুলের ছাত্রীরা তা পায়নি । এই কারণে তারা চরম ক্ষিপ্ত হয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে । অন্য একটি স্কুলের পড়ুয়াদের সাইকেলগুলি ট্রাক্টরের চাপিয়ে নিয়ে যাওয়ার সময় ভাতার গার্লস হাইস্কুলের ছাত্রীরা ট্রাক্টরটি আটকে দেয় । শেষে ব্লক প্রশাসন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে বুধবার সাইকেল পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিলে ট্রাক্টরটি ছাড়া হয় ।
জানা গেছে,আজ বড়বেলুন হাইস্কুল, শুশুনদিঘি উচ্চ বিদ্যালয়, হাড়গ্রাম উচ্চ বিদ্যালয় এবং ভাতার গার্লস হাইস্কুলের পড়ুয়ালের সবুজসাথী প্রকল্পের সাইকেল নেওয়ার জন্য বিডিও অফিসে ডাকা হয়েছিল । কিন্তু পড়ুয়াদের সংখ্যা থেকে সাইকেলের সংখ্যা কম থাকায় বিপত্তি ঘটে । ভাতার গার্লস হাইস্কুলের ছাত্রীদের অভিযোগ,ভিডিও অফিসের নির্দেশ মতো তারা সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই চলে আসে । কিন্তু বিকেল তিনটে পর্যন্ত অপেক্ষা করে তারা সাইকেল পায়নি । এদিকে অন্য স্কুলের ছাত্ররা পড়ে এসেও সাইকেল নিয়ে চলে যায় বলে অভিযোগ তাদের ।।