এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,৩০ জানুয়ারী : ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের সদস্যকে দলে টেনে পূর্ব বর্ধমান জেলার গলসি-২ ব্লকের সাঁকো গ্রাম পঞ্চায়েতের দখল নিল শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ আজ মঙ্গলবার সাঁকো গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা ফরোয়ার্ড ব্লকের সদস্যা শিখা সাঁতরা এবং কংগ্রেসের সদস্য মহম্মদ সাহেদুল্লাহ আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন । কাটোয়ায় স্টেশনবাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।
বিগত পঞ্চায়েত নির্বাচনে গলসি-২ ব্লকের সাঁকো পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৬ টি ,বিজেপি ৪ টি আসনে জায়লাভ করে । বাকি ৩ টি আসনের মধ্যে একটি করে জেতে কংগ্রেস, ফরোয়ার্ড ব্লক এবং সিপিএম । পরে বিরোধীরা একজোট হয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করে। প্রধানের পদটি ফরোয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয় । প্রধান হন শিখা সাঁতরা । পঞ্চায়েতটির দখল নেওয়ার জন্য তৃণমূল গোপনে চেষ্টা করে যাচ্ছিল বলে অভিযোগ বিরোধীদের । যদিও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, ‘সাঁকো পঞ্চায়েতের প্রধান ও ওই সদস্য আমাদের দলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলে । তারা জানান যে মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চান । বিষয়টি আমরা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম । অবশেষে তাদের সেই আবেদন শীর্ষ নেতৃত্ব মঞ্জুর করেছেন ।’।