এইদিন ওয়েবডেস্ক,তিরুবন্তপুরম,৩০ জানুয়ারী : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য রঞ্জিত শ্রীনিবাসনের হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কেরালার মাভেলিক্কারা অতিরিক্ত দায়রা আদালত । মৃত্যুদণ্ড প্রাপ্তরা সকলেই গত বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা একটি ইসলামি চরমপন্থী সংগঠনের সদস্য । তাদের মধ্যে নিজাম, আজমল, অনুপ, মহম্মদ আসলাম, আব্দুল সালাম ওরফে সালাম পোনাদ, আব্দুল সালাম, সাফরুদ্দিন এবং মানশাদ সহ আটজনকে রঞ্জিত শ্রীনিবাসনের হত্যার সাথে সরাসরি জড়িত বলে চিহ্নিত করেছে আদালত ।
শ্রীনিবাসন যাতে পালিয়ে না যেতে পারেন এবং তার সাহায্যকারীদের আটকানোর উদ্দেশ্যে, মারাত্মক অস্ত্র নিয়ে অপরাধের জায়গায় উপস্থিত থাকার জন্য আরও চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে । বাকি তিনজনকে হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে । প্রসিকিউশন, যুক্তি দিয়ে যে দোষীরা একটি ‘প্রশিক্ষিত হত্যাকারী দল’ গঠন করেছিল এবং শ্রীনিবাসনের মা, শিশু এবং স্ত্রীর সামনে সংঘটিত অপরাধের জঘন্য প্রকৃতি তুলে ধরেছিল । মৃতের পরিবার খুনি ও খুনের ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। অতিরিক্ত জেলা জজ ভিজি শ্রীদেবীর নেতৃত্বে আদালত শেষ পর্যন্ত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন।
রঞ্জিত শ্রীনিবাসন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক ছিলেন । ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি যখন বাড়ির কিছুটা পাশেই একটি দোকানে গল্পগুজব করছিলেন তখন সন্ত্রাসীরা দলবেঁধে এসে তাকে ঘিরে ধরে নির্মমভাবে কুপিয়ে খুন করে পালিয়ে যায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ কেরালার ওই কুখ্যাত ইসলামি চরমপন্থী সংগঠনের যোগসূত্র পায় । শ্রীনিবাসন হত্যাকাণ্ডে পুলিশ মোট ১৫ জনকে গ্রেফতার করে ৷ প্রসিকিউশন সফলভাবে চার্জশিটে অভিযুক্ত সমস্ত অপরাধ প্রমাণ করেছেন এবং একটি মজবুত মামলা উপস্থাপন করেছেন, যেখানে তিনি ১,০০০ টিরও বেশি নথি এবং প্রায় ১০০ টি প্রমাণ আদালতের সামনে উপস্থাপিত করেন । যেকারণে বিচারক ভিজি শ্রীদেবী কর্তৃক সাজা ঘোষণা করতে কোনো সমস্যা হয়নি ।।