এইদিন স্পোর্টস নিউজ,৩০ জানুয়ারী : মিচেল স্টার্কের বলে আঙুলে আঘাত লাগার পর সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ২৪ বছর বয়সী বোলার শামার জোসেফকে । জল্পোনা চলছিল তিনি হয়তো বল হাতে মাঠে নামতে পারবেন না । কিন্তু চিকিৎসকের প্রচেষ্টার পর মাঠে নেমে একাই দোষী দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইনিংস । অস্ট্রেলিয়ার সাত ব্যাটসম্যানকে একাই তুলে নিয়ে দলকে দিয়েছিলেন জয়ের স্বাদ । দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের এটিই ছিল প্রথম টেস্ট জয় ।
পেশাদার ক্রিকেটে আসার আগে শামার জোসেফ দেহরক্ষীর কাজ করতেন । কিন্তু ক্রিকেটের আসতে ফিরে আসার পর বদলে গেছে তার জীবন । ব্রিসবেনে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে এখন পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলতে আসছেন শামার জোসেফ । শোনা যাচ্ছে যে পেশাওয়ার জালমির হয়ে তিনি মাঠে নামবেন । মূলত ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে খেলবেন
জোসেফ।
জোসেফ এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র ২টি । যেখানে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি । আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে পিএসএল শুরু হচ্ছে । ১৮ তারিখে জালমির হয়ে প্রথম মাঠে নামবেন শামার জোসেফ । তবে তিনি পুরো আসরে খেলবেন নাকি তা এখনো স্পষ্ট নয় ।।