এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ জানুয়ারী : রাজ্যে মেডিকেলে সুযোগ পেতে ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহারের মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় ও সৌমেন সেনের মধ্যে দ্বন্দ্বে বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ কোন্দল সামনে এসেছিল । বিচারপতি সেনের বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিয়েছিল । পাল্টা বিচারপতি সেনের বেঞ্চের রায় খারিচ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । বিষয়টি নিয়ে ব্যাপক সোড়গোল পড়ে যায় । শেষ পর্যন্ত শতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করে মামলাটি নিজের হাতে তুলে নেয় সুপ্রিম কোর্ট ।
এদিকে দুই বিচারপতির নদীরবিহীন দ্বন্দ্বে দুঃখ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি । প্রধান বিচারপতি আজ মঙ্গলবার বলেছেন,’কলকাতা হাইকোর্টের একটা ঐতিহ্য আছে । কিন্তু এমন অপ্রীতিকর ঘটনায় জনমানসে বিরূপ প্রভাব ফেলবে । আইনের মন্দিরে এই প্রকার ঘটনা ঘটায় আমি লজ্জিত এবং দুঃখিত।’ পাশাপাশি তিনি জানান পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে ।
পাশাপাশি আজ কলকাতা হাইকোর্টে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে । প্রথমতঃ, শিক্ষা দুর্নীতি মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিচারপতি সৌমেন সেন । অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্যের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে । দ্বিতীয়তঃ, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দেওয়া হয়েছে । গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রধান শ্রমিক ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা গেছে ।
ডাক্তারিতে সুযোগ পেতে ভুয়ো জাতি শংসাপত্র ব্যবহারের মামলাটি শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে শুনানি হয় ।চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সমস্ত নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় । সোমবার মামলাটির ফের সুনানি হলে রাজ্যের হয়ে সওয়াল করেন আআইনজীবী কপিল সিব্বাল । অন্যদিকে ওদিকে সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জির হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি ।।