এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ জানুয়ারী : মাত্র ১৬ বছর বয়সে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কিশোরী । তারপর বাড়ির অমতে সে প্রেমিককে বিয়ে করে । কিন্তু বিয়ের এক বছরের মাথাতে মর্মান্তিক পরিনতি হল তার । রবিবার রাতে খবর পেয়ে কিশোরীর মা গিয়ে দেখেন শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে তার মেয়ের নিথর দেহ। তাকে বলা হয় যে মেয়ে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার চরমণ্ডলহাট এলাকায় ।
মৃতা মৌমিতার মা অর্চনা মাজির অভিযোগ যে বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে তার মেয়ের ওপর চাপ সৃষ্টি করছিল । আর তার জেরেই তার মেয়ের এই মর্মান্তিক পরিণতি হয়েছে । এনিয়ে অর্চনা মাজি তার জামাই অতনু সরকার, বেয়াই অনিল সরকার,বেয়ান কল্যানী সরকার এবং অতনুর ভাই রনি সরকারের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন । তার অভিযোগের ভিত্তিতে অতনুকে রবিবার রাতেই আটক করা হয় । আজ তাকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তরা পলাতক তাদের সন্ধান চলছে।
জানা গেছে, কাটোয়া থানার পানুহাট এলাকার পচিমপাড়ায় বাড়ি অর্চনা মাজির । অর্চনাদেবীর স্বামী ভোলা মাজি প্রায় ১৪ বছর আগে রোগে মারা যান । তাদের ৩ ছেলেমেয়ে । দুই ছেলে শ্রমিকের কাজ করেন । বছরখানেক আগে, মাত্র ১৬ বছর বয়সে, কাটোয়া থানার চরমণ্ডলহাট এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি অতনু সরকার নামে ওই যুবকের প্রেমে পড়ে অর্চনাদেবীর মেয়ে মৌমিতা । তারপর প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ওই কিশোরী ।
অর্চনাদেবী বলেন,’অত অল্প বয়সে মেয়ের বিয়ে আমি মেনে নিতে পারিনি । মেয়েকে বারণ করেছিলাম,বাড়ি ফিরিয়ে আনারও চেষ্টা করি । কিন্তু মেয়ে আমার কোনো কথা শোনেনি । জিদ করেই মেয়ে বিয়ে করে ও শ্বশুরবাড়িতে থেকে যায় । যদিও পরে এই বিয়ে আমি মেনে নিয়েছিলাম । বিয়ের দু’মাস পর থেকে মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দিতাম । আর তখনই মেয়ে আমাকে জানাতো যে পণের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার ওপর চাপ সৃষ্টি করছে ।’
অর্চনাদেবী জানান, রবিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ অতনুর বাড়ি থেকে ফোন করে বলা হয় যে মৌমিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । একথা শোনার পর তিনি সঙ্গে সঙ্গে চরমণ্ডলহাটে ছুটে যান । গিয়ে দেখেন শ্বশুরবাড়িতে মেয়ের নিথর দেহটা শোয়ানো রয়েছে । অর্চনাদেবী সন্দেহ প্রকাশ করেছেন, পণের কারনেই তার মেয়ের এই মর্মান্তিক পরিণতি হয়েছে । তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।
আজ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।