এইদিন ওয়েবডেস্ক,বারাকপুর(উত্তর ২৪ পরগণা), ২৯ জানুয়ারী : রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির ওই কর্মসূচি চলার সময় পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ উঠল । এমনকি জলকামানও ব্যবহার করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে বিজেপি নেতা-কর্মীরা পালটা ইঁটপাটকেল ছোড়ে বলে অভিযোগ । এদিকে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন । তাদের কারোর মাথাও ফেটে যায় । সুকান্ত মজুমদার নিজে উপস্থিত থেকে এক আহত কর্মীকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করেন । ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীদের সাথে টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার ।
জানা গেছে,রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । প্রথমে দলীয় কর্মীদের নিয়ে চিড়িয়া মোড় থেকে সিপি অফিস পর্যন্ত একটি র্যালি করেন সুকান্ত মজুমদার । বিজেপির এই কর্মসূচি ঘিরে গোটা এলাকায় ছিল কড়া নিরাপত্তা । বিজেপির র্যালিটি চিড়িয়া মোড়ে এলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে । বিজেপির কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় । এরপরই বিজেপি কর্মীদের উপর পুলিশ এলোপাথাড়ি লাঠিচার্জ করে বলে অভিযোগ । পাশাপাশি জলকামানও ব্যবহার করে পুলিশ ।
সুকান্ত মজুমদার বলেন,’আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আয়োজিত আইন অমান্য আন্দোলনের থেকে রাজ্য পুলিশ যেভাবে আমাদের নির্দোষ কর্মীদের নির্মমভাবে গ্রেফতার করে, তার বিরুদ্ধে টিটাগড় থানার সামনে আমরা সেই কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করছি ।’ তিনি আরও বলেন,’দলের প্রতিটি কার্যকর্তার পাশে ছিলাম আছি এবং থাকবো ।’।