এইদিন ওয়েবডেস্ক,কর্ণাটক,২৯ জানুয়ারী : রবিবার সন্ধ্যায় কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার বেলতাঙ্গাদি ভেনুর থানার অন্তর্গত গোলিয়াগাদির কাছে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।কারখানা থেকে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । তার মধ্যে দু’জনের ছিন্নভিন্ন দেহাংশ উদ্ধার করেছে পুলিশ । জানা গেছে, সলিড ফায়ারওয়ার্কস নামে ওই কারখানার মালিক জনৈক কুক্কাদির বশির নামে এক ব্যক্তি ৷ রবিবার সন্ধ্যায় ৯ জন শ্রমিক পটকা তৈরি করছিলেন। সেই সময় কারখানাতে বিস্ফোরণের ঘটনা ঘটে । তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । মৃতরা হল ত্রিশুরের ভার্গিস, হাসান আঙ্কনায়কনাহল্লি চেতন এবং কেরালার বাসিন্দা স্বামী নামে এক ব্যক্তি । নিহতদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে,কিন্তু বাকি দুইজনের শরীরের বিভিন্ন অংশ বিস্ফোরণের কারণে ছিন্নভিন্ন হয়ে গেছে ।
জানা গেছে,বিস্ফোরণের পর বেলটাংগাদির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে । এরপর জীবিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিস্ফোরণের জেরে কারখানার করগেটের শেডটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে এর আওয়াজ ৪ কিমি দুরেও শুনতে পাওয়া যায় ।
জানা গেছে,বিগত অর্ধ শতাব্দী সলিড ফায়ারওয়ার্কস নামে ওই আতশবাজি কারখানাটি চলছে । এখানে আতশবাজি তৈরি করে বিভিন্ন মেলা ও অন্যান্য অনুষ্ঠানে সরবরাহ করা হয় । তবে কারখানার লাইসেন্স রয়েছে কিনা তা নিশ্চিত নয় । দক্ষিণ কন্নড়ের পুলিশ সুপার সিবি রিশয়ন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্ফোরণের বিবরণ সংগ্রহ করেছেন। ভেনুর পুলিশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে ।।