দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ জানুয়ারী : পায়ে হেঁটে অজয় নদ পারাপার করতে গিয়ে গভীর খাদে তলিয়ে গেলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক ব্যক্তি । আউশগ্রাম থানার ছোড়া গ্রামের বাসিন্দা রবি বাদ্যকর (৫০) নামে ওই ব্যক্তি আজ রবিবার সকালে আউশগ্রামে অজয়নদের হালসিডাঙ্গা ঘাটের কাছে নদী পারাপার করার সময় তলিয়ে যান । খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তর ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান শুরু করে । যদিও এদিন বিকেল পর্যন্ত এই ব্যক্তি কোন হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে । এদিকে প্রশাসনিক নজরদারির অভাবে স্থানীয় বালি মাফিয়ারা নদীর চরে বেআইনিভাবে যত্রতত্র দেদার বালি উত্তোলনের ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা । তারা এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।
জানা গেছে, ছোড়া গ্রামের বাসিন্দা রবি বাদ্যকর বাড়িতে রয়েছেন স্ত্রী দুই ছেলে, পুত্রবধূ ও নাতিনাতনি । পেশায় পুরোহিত রবিবাবু মনসা মূর্তি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে দান সংগ্রহ করেন । সেই উপার্জনেই তিনি সংসার চালাতেন । এদিন সকাল ৯টা নাগাদ প্রতিদিনের মতো তিনি মনসা মূর্তি নিয়ে সাইকেলে চড়ে বাড়ি থেকে বের হন । অজয় নদীর ওপারে যাওয়ার জন্য হালসিডাঙ্গা ঘাট থেলে সাইকেলটি ঠেলে ঠেলে তিনি নিয়ে যাচ্ছিলেন । সেই সময় নদীর চরের গভীর খাতে পড়ে যান তিনি । কিছুটা পাশে চরের মধ্যে পড়ে থাকে তার সাইকেল । রবিবাবুর সাইকেল পড়ে থাকতে দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের । এরপর স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আউশগ্রাম থানার পুলিশ । পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা এসে তল্লাশি অভিযান শুরু করে ।।