এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ফের একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । এবারে ঘটনাস্থল ভাতার থানার বেলেণ্ডা গ্রাম । স্থানীয় রাজরাজেশ্বর মন্দিরের প্রায় ৭০ ভরি ওজনের রূপোর সিংহাসন নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । আজ রবিবার দুপুরে এ নিয়ে ভাতার থানায় এটা লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গেছে,বেলেণ্ডা গ্রামের কার্ফাপাড়ায় রয়েছে রাজরাজেশ্বর মন্দিরটি । মন্দিরের শালগ্রাম শিলায় পুজো হয় । নিয়মিত ত্রিসন্ধ্যা দেবতার নিত্যসেবা হয় । পুণার্থীরা পুজোতে আসেন বলে দিনভর মন্দিরের তালা খোলা রেখে দেওয়া হয় বলে জানিয়েছেন সেবাইত বীরবল্লভ কার্ফা । তবে সন্ধ্যারতির পর মন্দিরে তারা লাগানো হয় । দিনে তালা খোলা থাকার সুযোগে দুষ্কৃতীরা মন্দিরের ভিতরে ঢুকে শালগ্রাম শিলাকে শুইয়ে রেখে দেবতার সিংহাসনটা নিয়ে চম্পট দেয় । সকাল সাড়ে এগারোটা নাগাদ পুজো করতে এসে চুরির বিষয়টি পুরোহিত সুমিত বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ে । এরপর তারা ভাতার থানার পুলিশের দ্বারস্থ হন ।
প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার ভাতার সহ বিভিন্ন এলাকার মন্দিরে লাগাতার চুরির ঘটনা ঘটছে । বিগত কালী পূজোর আবহের মধ্যেই পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামের শতাব্দীপ্রাচীন ক্ষ্যাপাকালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল । মন্দিরের গেটের তালা ভেঙে দেবীর রূপোর মুকুট, সোনার হার, সোনার জিভ, নথসহ কয়েকলক্ষ টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদল । চলতি মাসের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পাশাপাশি ভাতার থানার ঢেঁড়িয়া গ্রামের একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল । ঢেঁড়িয়া গ্রামের ওই মন্দিরের দেবদেবীর ১২-১৪ ভরি রুপোর গহনা ও বাসনপত্র মিলে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে যায় । ওদিকে একের পর এক মন্দিরের চুরির ঘটনা ঘটায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।।