এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২৮ জানুয়ারী : আজ রবিবার সকালে বিহারের রাজধানী পাটনায় রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । রাজ্যপাল তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে । তিনি আরজেডির সাথে সম্পর্ক ছিন্ন করার পরে বিজেপির সাথে সরকার গঠনের দাবি করবেন বলে আশা করা হচ্ছে । আজ বিকেল ৪ টা নাগাদ নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে সূত্রের খবর । নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরপরই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন।
এর আগে নীতীশ কুমার জেডিইউ বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন । পাশাপাশি বিজেপিও তার সমস্ত বিধায়ক এবং সাংসদের একটি বৈঠক ডেকেছিল । জানা গিয়েছে, বিজেপি থেকে নীতীশের মুখ্যমন্ত্রী এবং দু’জন উপ-মুখ্যমন্ত্রী পদে থাকার শর্ত মেনে নেওয়া হয়েছে ।অন্যদিকে আরজেডি তার পক্ষ থেকে সরকার গঠনের দাবি না রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর । তেজস্বী যাদব তার বিধায়কদের বলেছেন যে তাদের তাদের কর্মীদের কাছে এটা স্পষ্ট করে দিতে হবে যে নীতীশই জোটকে ত্যাগ করছেন এবং এতে আরজেডির কিছুই করার নেই ।
এদিকে নিতিশ কুমারের ডিগবাজিতে চরম বিভাগে পড়ে গেছে ইন্ডি জোট । আসন্ন লোকসভা নির্বাচনের আগে নীতিশের এই পদক্ষেপে জোটের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে । কংগ্রেস স্বীকার করেছে যে বর্তমান পরিস্থিতি জোটের জন্য ভাল নয় । কংগ্রেস নেতা জয়রাম রমেশ রবিবার বলেছেন যে তারা আশা করেছিলেন যে নীতীশ শেষ অবধি বিজেপি এবং তার আদর্শের বিরুদ্ধে লড়াই করবেন । তবে শুধু নিতীশ কুমারী নয় পশ্চিমবঙ্গ থেকেও জোট মারাত্মক ধাক্কা পেয়েছে। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন আসন্ন লোকসভায় তারা এককভাবে লড়াই করবেন ।।