এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ জানুয়ারী : ক্যানসারের কাছে হার মানলেন টলিউড অভিনেত্রী শ্রীলা মজুমদার । বিগত প্রায় তিন বছর ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন তিনি । আজ শনিবার আজ নিজ বাস ভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর । মাত্র ষোলো বছর বয়েসে মৃণাল সেনের হাত ধরে অভিনয় জগতের তাঁর যাত্রা শুরু হয় । তারপর পরিচালক তরুণ মজুমদারের বহু সিনেমায় তিনি কাজ করেছেন । শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার। তিনি ২০০৩ সালে তিনি ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন বলে শোনা যায় । শ্রীলা মজুমদারের শেষ সিনেমা কৌশিক গাঙ্গুলির ‘পালান’ ।
যোগ্য হয়েও কখনও সে অর্থে শ্রীলা মজুমদার তাঁর প্রাপ্য সম্মান পাননি বলে অভিযোগ ওঠে । বিগত তিন বছর ৩ মাস ধরে ক্যানসারে ভুগছিলেন শ্রীলা মজুমদার । তারপর থেকে তিনি অন্তরালে চলে যান । আজ তাঁর মৃত্যুর খবর প্রচার হতেই শোকের ছায়া নেমে আসে বাংলার বিনোদন জগতে ।।