দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার করুই গ্রামে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয়জল প্রকল্পের পাঁচ লক্ষাধিক টাকার চুরি যাওয়া পাইপ উদ্ধার হল হাওড়া থেকে । গত বছর ডিসেম্বর মাসের প্রথমদিকে করুই গ্রামের শিবপুকুর মোড় থেকে শিবপুকুর পাড় পর্যন্ত রাস্তার ধারে ফেলে রাখা ওই সমস্ত ডিআই পাইপগুলি লরিতে চাপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদল । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত নামে কাটোয়া থানার পুলিশ । পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে লরির নাম্বারটি প্রথমে চিহ্নিত করতে সক্ষম হয় । এরপর মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকা থেকে ওই লরিটি আটক করে পুলিশ । তবে তার আগেই চম্পট দেয় লরির মালিক সাজাহান শেখ এবং লরির চালক আলমগীর সাহু । অবশেষে গত ১৭ই জানুয়ারী লরির মালিক এবং পরে লরির চালককে পুলিশ পাকড়াও করে ।
ওই দুজন ছাড়াও পরে চুরির ঘটনার মাস্টারমাইন্ড ঠিকাদারের শ্রমিক সর্দার সেলিম শেখকেও গ্রেফতার করে পুলিশ । তবে তখন চুরি যাওয়া পাইপগুলি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ । পুলিশ জানিয়েছে, হাওড়ার জগাছার ওই লেদ কারখানার মালিককে নোটিশ করে ডেকে পাঠানো হবে । তবে সে পাইপ চুরি চক্রের সঙ্গে যুক্ত কিনা তার স্পষ্ট নয় ।
কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি আজ সংবাদ মাধ্যমের কাছে বলেন,’ধৃতদের জেরা করে হাওড়া জেলার জগাছা থানা এলাকায় একটি লেদ কারখানা থেকে লরিতে বোঝাই করে রাখা চুরি যাওয়া ৪৯ টি পাইপ উদ্ধার করা হয়েছে ।’ তিনি আরও জানান, চুরি করা পাইপগুলিতে নাটবোল্ট লাগাতে দিয়েছিল ওই চক্রটি । কাজ হয়ে যাওয়ার পর তারা পাইপ গুলি অন্য কোথাও পাচারের মতলব করেছিল । কিন্তু তার আগেই পুলিশ সেখানে চলে যাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায় । যে লরিতে পাইভগুলি চাপানো ছিল সেই লরিটি ও আটক করা হয় হয়েছে বলে জানিয়েছন তিনি ।।