এইদিন ওয়েবডেস্ক,মালদ্বীপ,২৭ জানুয়ারী : মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই খোলাখুলি ভারত বিদ্বেষী বয়ান দিতে শুরু করেন চীনপন্থী মোহাম্মদ মুইজু । দেশের নির্বাচনের সময় ‘ইন্ডিয়া আউট’ অভিযানও চালিয়েছিলেন । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের প্রতি দেশ বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেখানে গিয়ে বলেছিলেন যে এটি একটি দুর্দান্ত পর্যটন গন্তব্য হবে । এই বিবৃতিতে মালদ্বীপের কিছু মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত কদর্য ভাষায় সমালোচনা করেছিল । এ কারণে মালদ্বীপ ও ভারতের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয় । ভারতীয় পর্যটক রাও ‘বয়কট মালদ্বীপ’-এর ডাক দেয় । ফলে একদিকে যেমন পর্যটন নির্ভর মালদ্বীপের অর্থনীতিতে বিরাট প্রভাব পড়ে,অন্যদিকে দেশের বিরোধীদলগুলির বিরোধিতার মুখে পড়তে হয় মোহাম্মদ মুইজুকে । ঘরে বাইরে এই চাপের মুখে পড়ে এখন সুর বদল করে ফেলেছেন মোহাম্মদ মুইজু ।
ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পাঠিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৃথক বার্তায়, রাষ্ট্রপতি মুইঝু ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসকে স্মরণ করেছেন এবং তার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে,মালদ্বীপ এবং ভারতের মধ্যে বহু শতাব্দীর বন্ধুত্ব রয়েছে।
পাশাপাশি মোহাম্মদ মুইজ্জু টুইট করেছেন যে ভারত সরকার এবং জনগণ আগামী বছরগুলিতে অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি উপভোগ করুক এই প্রার্থনা করি ।
চীনপন্থী মোহাম্মদ মুইজ্জুর এত অল্প সময়ের মধ্যে সুর বদলে ফেলায় বিস্মিত অনেকে । কারন কয়েক দিন আগে ভারতকে এড়িয়ে তুরস্কের সঙ্গে ড্রোন কেনার চুক্তি করেছিলেন ভারত বিদ্বেষী মালদ্বীপের রাষ্ট্রপতি ৷ এমনকি ভারত বিদ্বেষ মানসিকতা থেকে নয়াদিল্লির দেওয়া হেলিকপ্টার ব্যবহার না করতে দেওয়ায় মালদ্বীপের একজন অসুস্থ কিশোরের বেঘোরে প্রাণ পর্যন্ত চলে যায় । এনিয়ে দেশের বিরোধীদল গুলি তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মুইজুকে ।।