আমার আস্তিনে কতটা কান্না মুছেছি তুমি হয়ত জানো
একেকটা ঘসটানো বিকেলে কতো শব্দের মৃত্যু হয়েছে তুমি নিশ্চয়ই জানো
তুমি এও জানো বিপন্ন মগ্ন অন্ধকারে নিজস্ব
আশিয়ানাকে
তাসের ঘরের মতো কি করে ভেঙে দিতে হয়।
তোমার বুকপকেটে যে অভিমানের চিরকুট রেখেছিলাম
বেপরোয়া ধ্বংসলীলায় খোলামকুচির মতো ছড়িয়ে দিয়েছ তাকে
অপাংক্তেয় সম্পর্ক কেমন গভীর অসুখে ভোগে
তোমার চেয়ে ভালো আর কে জানে?
জলে ডোবা চোখের আলপথ ধরে বহু পথ অতিক্রান্ত আজ অতীতকে ছেড়ে
বেয়াড়া অভিমান বিলাসী মনের দাহকার্য সেরে
অতিবাহিত জীবনের সমস্ত সালতামামি ভুলে
আবেগ, অভিমান , প্রেমের, ভরসার শব দেহের ওপর দিয়ে
তোমার মতোই কি অবলীলায় যাতায়াত করি আজকাল….
এটা তুমি হয়ত জানো না।।