এইদিন ওয়েবডেস্ক, মঙ্গলকোট(পূর্ব বর্ধমান) ২৬ জানুয়ারি : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশের পক্ষ থেকে শুক্রবার একটু ব্যতিক্রমীভাবে পালন করা হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। সারাদিন ধরে ফুটবল ম্যাচ ঘিরে মেতে রইলেন এলাকাবাসী। মঙ্গলকোট থানার নতুনহাটের লালডাঙ্গা ফুটবল মাঠ কার্যত মিলমেলায় পরিনত হয়।
উল্লেখ্য, প্রায় তিনবছর আগে মঙ্গলকোট থানায় আইসির দায়িত্বে আসেন পিন্টু মুখোপাধ্যায়। এই পুলিশ আধিকারিক একজন ক্রীড়াপ্রেমী মানুষ হিসাবে পরিচিত। মূলত পিন্টুবাবুই উদ্যোগী হয়ে নতুনহাটের লালডাঙ্গা ফুটবল মাঠের আমূল সংস্কার করেন। সহযোগিতা করে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি। আর খেলাধুলার একমাত্র অঙ্গন লালডাঙ্গা ফুটবল মাঠ পরিচর্যার জন্য একটি কমিটিও গঠন করে দেন আইসি।
এদিন শুক্রবার মঙ্গলকোট থানার পুলিশ প্রজাতন্ত্র দিবস পালন করে লালডাঙ্গা মাঠে। মঙ্গলকোট থানা এবং লালডাঙ্গা ক্রীড়াঙ্গন কমিটির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচের।
সকালে লালডাঙ্গা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন আইসি পিন্টু মুখোপাধ্যায়। এরপর শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী,পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধক্ষ্যগণ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিন দুটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।একটি ম্যাচ ছিল ‘পূর্ব মঙ্গলকোট একাদশ’ বনাম পশ্চিম মঙ্গলকোট একাদশ। এই ম্যাচে পূর্ব মঙ্গলকোট ২ – ১ গোলে পশ্চিম মঙ্গলকোট একাদশকে পরাজিত করে। তারাই প্রজাতন্ত্র কাপ ২০২৪ জয় করে।তার আগে আরও একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। প্রবীণ ও নবীনদের মধ্যে। এই ম্যাচে নবীনরা প্রবীনদের ৪ – ০ গোলে পরাজিত করে । আঠারো থেকে আশি সব বয়সী খেলোয়ারদেরই মাঠে নামতে দেখা যায়। পাশাপাশি সারাদিনের অনুষ্ঠানে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে লালডাঙ্গা ফুটবল মাঠে দর্শকদের সমাগম ছিল কানায় কানায় পূর্ণ।।